Last Updated: October 8, 2012 22:48

পাগলাটে হেয়ারস্টাইলিস্ট, দুজন সমাজকর্মী, ডিভোর্সি দম্পতি এবং আরও দশজন জন সেলেব্রিটি। অসম এবং অনবদ্য এই ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়ে গেল `বিগ বস সিক্সথ সিসন`এর ধুন্ধুমার যজ্ঞ। এবারের ট্যাগ লাইন `অলাগ চে`, অন্য স্বাদের। শো এর `গালা ওপেনিং`এ হোস্ট সলমন খান নিজস্ব স্টাইলে বডি গার্ড আর মাশাআল্লা থেকে পারফর্ম করলেন। পরে যোগ দেন রানি মুখার্জী। নিজের ছবি `আইয়া` প্রোমোট করতে এসে সলমানকে শেখালেন `বেলিডান্স`।
দালের মেহেন্দির জমাটি ভাংড়ায় ব্যাপক জমাটি পারফরমেনসে বিগ বসের গুহায় প্রথম প্রবেশ করলেন নভজ্যোত সিং সিধু পাজি। দক্ষিণী সুন্দরী সানা খান ও অভিনেতা ব্রজেশ হিজরি আসেন তাঁর পর। মহিলা সমাজকর্মীদের দল `গুলাবি গ্যাং`এর সম্পত পাল এলেন এঁদের পর। তিনি ছাড়াও এবারের বিগ বসে আছেন আরেক সমাজকর্মী, কার্টুনিস্ট অসীম দ্বিবেদী।
রিয়ালিটি শো`র গ্ল্যাম কোশেন্ট বাড়িয়ে যোগলেন ছোট-পর্দার ঊর্বশী ঢোলাকিয়া, সায়ন্তনী ঘোষ এবং আশকা গোরাডিয়া। এবারের শোতে ভোজপুরী ফ্লেভার আনতে এসেছেন দীনেশ যাদব। টম-বয়িশ এবং ট্যাটু খচিত বিন্দাস হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানিও এবারে বিগ বসে বন্দি। আছেন এক কালের দম্পতি রাজীব ও ডেলনাজ। উঠতি মডেল নিকেতন মাধক ও কারিশ্মা কোটাকও ঠাঁই পেলেন এবারের শোতে। শেষ প্রতিদ্বন্দী হায়দরাবাদের মার্শাল আর্ট প্রশিক্ষক কাশিফ কুরেশি।
প্রতিদিনের আরাম স্বচ্ছন্দের জীবন শেড়ে এই ১৫ জন প্রতিদ্বন্দী প্রায় ১০০ দিন লোনাভালার একটি বাড়িতে আটক থাকবেন। তাঁদের প্রতিটি পদক্ষেপ ভিডিও করার জন্য থাকবে ৭০টি ক্যামেরা। চোদ্দ সপ্তাহ এই কঠিন জীবন যাপনের পর জিতবেন একজন।
First Published: Monday, October 8, 2012, 22:48