Last Updated: Sunday, March 9, 2014, 18:32
খবরের দুনিয়ার অন্যতম সেরা জল্পনার হয়ত অবশেষে অবসান হতে চলেছে। যাকে নিয়ে জল্পনার জন্ম স্বয়ং তিনিই জল্পনা শেষের ইঙ্গিত জিলেন। বিয়ে করতে চলেছেন সলমন খান। সলমন প্রায় বলেই দিলেন, এ বছরই তিনি তাঁর রোমানিয়ান মডেল গার্লফ্রেন্ড লুলিয়া ভ্যানাতুরকে বিয়ে করতে চলেছেন। সল্লু বলেছেন, ``এখন একা থাকতে থাকতে একটু ক্লান্ত লাগে। তবে আমার জীবনে খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটতে চলেছে। আমার জীবনে নতুন কিছু আসতে চলেছে।``