Last Updated: May 19, 2014 12:23

আর্জেন্টিনার পাতাগোনিয়া থেকে আবিষ্কার হল এযাবৎ কালে সর্ববৃহৎ ডাইনোসরের ফসিল। লম্বা গলা, লম্বা লেজের এই ডাইনোসরটি টিটানোসর প্রজাতির। আজ থেকে ৯০ মিলিয়ন বছর আগে ক্রিটাসিয়াস যুগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত এরা।
গবেষকরা জানিয়েছেন শাকাশী এই ডাইনোসরটির ওজন ৪০টি প্রাপ্ত বয়স্ক আফ্রিকান হাতির সমান। লম্বায় এটি প্রায় ৪০ মিটার ছিল। এর আগে আর্জন্টিনাতেই পাওয়া গিয়েছিল পৃথিবীর সর্ববৃহৎ ডাইনোসরের ফসিল। আর্জেন্টিনোসরাস নামের এই ডাইনোসরটি ৩৬.৬ মিটার লম্বা ছিল।
টিটানোসরের খুঁজে পাওয়া ফিমার হাড়টি প্রাপ্ত বয়স্ক একজন মানুষের থেকেও লম্বায় বড়।
ওই একই স্থান থেকে অন্তত পক্ষে সাতটি ডাইনোসরের হাড় উদ্ধার হয়েছে।
২০১১ সালে পাতাগোনিয়ার এক কৃষকের চোখে হঠাৎই ২.৪ মিটার লম্বা একটি পায়ের হাড় ধরা পড়ে।
২০১৩ সালের জানুয়ারি মাসে খনন কার্য শুরু হয়। আস্তে, আস্তে লেজ, গলা ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার হয়। এই হাড় গুলির সাহায্যে অতিকায় প্রাগৌতিহাসিক প্রাণীটির আকৃতির মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়।
First Published: Monday, May 19, 2014, 12:29