Last Updated: Sunday, July 13, 2014, 10:39
বিশ্বকাপ ফাইনালের জ্বর এখন সারা বিশ্বে। কোন দেশ বিশ্বজয়ের হাতছানি দেবে। বিতর্কের বাঁধ ভাঙছে জার্মানির শক্তি না আর্জেন্টিনার শিল্প। মার দেল প্লাটার ঢেউ আছড়ে পড়ছে বার্লিন শহরে। তারই মাঝে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে বিশ্বের তাবড় তাবড় বুকিরা। কলকাতাও বাদ নেই এই বেটিংচক্রের জালে।