Bihar assembly going for trust vote today

বিহার বিধানসভায় আজ আস্থা ভোট

বিহার বিধানসভায় আজ আস্থা ভোটের মুখোমুখি জেডিইউ সরকার। নীতিশ কুমারের পদত্যাগের পর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জীতন রাম মাঝি। তাঁর সরকারের আস্থা ভোটের বৈতরণী পার হতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেডিইউ সরকারকে বাইরে থেকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছে কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডি।

গতকালই লালু প্রসাদ যাদব জানিয়েছেন, বিহারে বিজেপি-কে রুখতেই নীতিশ কুমারের দলকে সমর্থন করবেন তাঁরা। তবে ভবিষ্যতে জেডিইউ-আরজেডি জোট সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি তিনি। দুশো উনচল্লিশ আসনের বিহার বিধানসভায় জেডিইউ-র বিধায়ক সংখ্যা একশো সতের। আরজেডি-র একুশ, এবং কংগ্রেসের হাতে রয়েছে চার জন বিধায়ক। বিজেপি-র অষ্টআশি জন বিধায়ক বিধানসভায় হাজির থাকবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা সুশীল কুমার মোদী। তবে তাঁরা আস্থা ভোটে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেনি বিজেপি।

First Published: Friday, May 23, 2014, 13:52


comments powered by Disqus