Last Updated: Wednesday, June 19, 2013, 12:02
আজ বিহার বিধানসভায় নীতীশ কুমারের অগ্নিপরীক্ষায় পাশে থাকছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। বিজেপির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ত্যাগ করা পর কংগ্রেস বিভিন্নভাবে নীতীশকে পাশে পেতে চাইছে। সেই পাশে থাকার অঙ্গ হিসাবেই আজ বিহার বিধানসভার আস্থাভোটে কংগ্রেস সমর্থন করতে চলেছে জেডিইউকে। বিহার বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা চার। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নিজেদের বিধায়ক ছাড়াও নীতীশের দরকার আরও চার বিধায়ক। যদিও কংগ্রেসের সমর্থন ছাড়াও নির্দল বিধায়কদের পাশে নিয়ে আজকের আস্থাভোটে জিতে যাওয়ার কথা নীতীশের। তবে কংগ্রেস আজ সত্যি শেষ পর্যন্ত নীতীশকে সমর্থন করলে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে।