Last Updated: June 14, 2013 11:55

এনডিএ ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দেওয়ার পরই নীতীশ কুমারকে পাশে পেতে মাঠে নামল কংগ্রেস। বিভিন্নভাবে নীতীশকে বোঝানোর চেষ্টা তো চলছেই, সঙ্গে থাকছে বাক্য বাউন্সার। কংগ্রেসের বক্তব্য, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, আর আডবাণী ধর্মনিরপেক্ষ এই যুক্তি খাটবে না। আডবাণী যে সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছিলেন, মোদী সেই গাছেরই ফল। সুতরাং মোদীর পরিবর্তে আডবাণীকে সমর্থন জানিয়ে ধর্মনিরপেক্ষতার ধ্বজা তোলা যায় না।
এদিকে বিহারের রাজ্য বিজেপি নীতীশ কুমারর দল জেডিইউকে ছেড়ে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে সবুজ সঙ্কেত দিল। বৃহস্পতিবার রাতে বিহার রাজ্য নেতৃত্ব বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় মোদীকে মেনে না নিলে বিজেপি বিহারে জেডিইউকে ছাড়াই লড়বে।
বিহার বিজেপি নীতীশ কুমারকে একহাত নিয়ে বলেছে তারা কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবেন সেটা তারাই ঠিক করবে, জেডিইউ যেন তাতে মাথা না গলায়।
First Published: Friday, June 14, 2013, 11:55