Bihar BJP - Latest News on Bihar BJP| Breaking News in Bengali on 24ghanta.com
মোদী বিদ্রোহী নীতীশকে ঘরে তুলতে মরিয়া কংগ্রেস

মোদী বিদ্রোহী নীতীশকে ঘরে তুলতে মরিয়া কংগ্রেস

Last Updated: Friday, June 14, 2013, 11:55

এনডিএ ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দেওয়ার পরই নীতীশ কুমারকে পাশে পেতে মাঠে নামল কংগ্রেস। বিভিন্নভাবে নীতীশকে বোঝানোর চেষ্টা তো চলছেই, সঙ্গে থাকছে বাক্য বাউন্সার। কংগ্রেসের বক্তব্য, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, আর আডবাণী ধর্মনিরপেক্ষ এই যুক্তি খাটবে না। আডবাণী যে সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছিলেন, মোদী সেই গাছেরই ফল। সুতরাং মোদীর পরিবর্তে আডবাণীকে সমর্থন জানিয়ে ধর্মনিরপেক্ষতার ধ্বজা তোলা যায় না।