Last Updated: March 31, 2014 19:22

এক কথায় হাওয়া হাওয়াই। পেট্রল, ডিজেল, ইলেকট্রিক বা জ্বালানি গ্যাস নয় এই বাইক চলে হাওয়া থুড়ি বায়ুর সাহায্যে। বায়ু শক্তি দ্বারা চালিত মোটর বাইক আবিষ্কার করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিলেন উত্তরপ্রদেশের দুই অধ্যাপক।
লখনউয়ের স্কুল অফ ম্যানেজমেন্টের অধ্যাপক ভারত সিং ও এইচবিটিআই-এর কানপুরের অধ্যাপক ওঙ্কার সিংয়ের ব্রেন চাইল্ড এই অভিনব মোটর বাইকটি।
গত বছর মে মাসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিজেদের এই অভিনব বাইকটি দেখিয়েছিলেন এই দুই অধ্যাপক। বাইকটির অভিনবত্ব, ডিজাইন, ব্যবহারিক উপকারিতার জন্য লিমকা বুক অফ ওয়ার্ল্ড-এর মার্চ মাস এডিশনে ঠাঁই করে নিল এই বাইকটি।
ইতিমধ্যে, ভারত সরকারের কাছ থেকে বাইকটির পেটেন্ট পেয়ে গেছেন ভারত সিং ও ওঙ্কার সিং। মাত্র ৫ টাকার বায়ুতেই বাইকটি ৪০ কিলোমিটার দৌড়াতে পারে। বাজারে বাইকটির দাম ৮৫,০০০ টাকা।
First Published: Monday, March 31, 2014, 19:22