Last Updated: Sunday, January 19, 2014, 21:12
ক্রিকেটকে পুরো বিনোদনে মুড়িয়ে দিতে চিয়ারকন্যাদের উদয় হয়েছিল। আইপিএল দেখতে গিয়ে সেওয়াগ, গেইলদের মার দেখার ফাঁকে চিয়ারলিডার্সরা ছিলেন অনেকটা পপকর্নের মত ব্যবহার করা হত। কিন্তু নীতিবোধ আর সমালোচনার চাপে চিয়ারলির্ডাসদের বিদায় জানানো হয়েছে আইপিএল থেকে। সময় বদলেছে, চিয়ারলির্ডাস দিয়ে ক্রিকেট ঘুম কাটানোর উপায়টাও এখন পুরনো হয়ে গিয়েছে। তাই ক্রিকেট ব্যবসায়ীদের মাথা থেকে বের হয়েছে ক্রিকেট বিনোদনকে আলাদা মাত্রা দিতে একটা নতুন পরিকল্পনা।