Last Updated: April 1, 2014 18:01

গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। দুটি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। মদন তামাং হত্যাকাণ্ডে তাঁর দেহরক্ষীকে খুনের চক্রান্তের অভিযোগ রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। অন্য একটি মামলায় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে মোর্চা প্রধানের বিরুদ্ধে।
বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের ডিভিশন আজ বেঞ্চ বলে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অর্থাত্ বিমল গুরুং ষড়যন্ত্রে জড়িত এমন অভিযোগ প্রমাণিত নয়। এরপরই মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ মে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে। এরপরই ৩০ জনের নামে চার্জশিট গঠিত হয়। গ্রেফতার করা হয় ১০ জন অভিযুক্তকে। ধৃত ১০ জনের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এবং জেল হেফাজত থেকে পালিয়ে যায় আরেক অভিযুক্ত নিকোল তামাং। বাকি ১৫ জন অভিযুক্তের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
First Published: Tuesday, April 1, 2014, 18:01