Last Updated: Tuesday, April 1, 2014, 18:01
গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। দুটি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। মদন তামাং হত্যাকাণ্ডে তাঁর দেহরক্ষীকে খুনের চক্রান্তের অভিযোগ রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। অন্য একটি মামলায় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে মোর্চা প্রধানের বিরুদ্ধে।