এবিজির বিদায়ে `অশনি সঙ্কেত` দেখছেন বিমান বসু

এবিজির বিদায়ে `অশনি সঙ্কেত` দেখছেন বিমান বসু

এবিজির বিদায়ে `অশনি সঙ্কেত` দেখছেন বিমান বসুএবিজির হলদিয়া ছেড়ে চলে যাওয়াকে অশনি সংকেত বলে মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবিজির মতো আন্তর্জাতিক সংস্থার চলে যাওয়ার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হলদিয়া সংকটের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। এভাবে এবিজিকে তাড়িয়ে দিলে আগামী দিনে রাজ্যে কালো দিন আসতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সেট টপ বক্স বিতর্কেও মুখ খোলেন বামফ্রন্ট চেয়ারম্যান। কেবল টিভিতে ডিজিটাল সম্প্রচারের জন্য সেট টপ ব্যবহার জরুরি বলে মন্তব্য করেন বিমান বাবু। এক্ষেত্রে কেন্দ্রের দেওয়া সময়সীমার বিরোধিতায় গতকালই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর আজ কেবল টিভি নিয়ে বিমানবাবুর এই মন্তব্যকে তাই তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।






First Published: Wednesday, October 31, 2012, 20:00


comments powered by Disqus