Last Updated: Wednesday, December 11, 2013, 19:16
সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধিরা। সারদার জাল ছড়িয়েছে একাধিক রাজ্যে, অসম-ত্রিপুরা সিবিআই তদন্তে রাজি হয়েছে। তাহলে এ রাজ্যে সিবিআই তদন্ত হবে না কেন? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন তোলেন শ্যামল চক্রবর্তী, সীতারাম ইয়েচুরিরা। কুণাল ঘোষের গ্রেফতার ও সারদা-কাণ্ডে তৃণমূলের নাম জড়ানোর বিষয়টিও তাঁরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যে চিটফান্ডের রমরমার জন্য বাম সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।