তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতার দোষে দুষলেন বিমান বসু, Biman Basu on TMC

তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতার দোষে দুষলেন বিমান বসু

তৃণমূল কংগ্রেসকে দ্বিচারিতার দোষে দুষলেন বিমান বসুপেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। চুরানব্বইতম নভেম্বর বিপ্লব বার্ষিকীর অনুষ্ঠানে লেনিনের মূর্তিতে মাল্যদানের পর একথাই বলেন তিনি। দশই জুনের মন্ত্রিসভার বৈঠক বয়কট করলেও, তারপর একাধিকবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। কিন্তু তা নিয়ে কখনই বিরোধিতা করেনি তৃণমূল কংগ্রেস। বিবৃতিও দেয়নি বলে অভিযোগ করেন বিমান বসু। রাজ্য বামফ্রন্ট আয়োজিত এদিনের অনুষ্ঠানে মাল্যদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।

First Published: Monday, November 7, 2011, 15:22


comments powered by Disqus