Last Updated: Tuesday, October 30, 2012, 17:16
কাল মধ্যরাতের পর থেকে কলকাতা সহ দেশের চার মেট্রো শহরে বন্ধ হয়ে যাচ্ছে টিভির অ্যানালগ পরিষেবা। পয়লা নভেম্বর থেকে ট্রাইয়ের নির্দেশে শুধুমাত্র ডিজিটাল বক্স বা ডিটিএইচ-এর মাধ্যমে দেখা যাবে ফ্রি টু এয়ার বা পে চ্যানেল। উন্নত প্রযুক্তিতে ঝকঝকে ছবি ও স্পষ্ট আওয়াজে নতুন টিভি বিনোদনে শহরবাসীকে সন্তুষ্ট করতে তৈরি পরিষেবা প্রদানকারীরা। ডিজিট্যাল পরিষেবা চালুর বিরোধিতায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাকরণে তিনি বলেন, জোর করে সেট টপ বক্স কিনতে বাধ্য করছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্ত মানবে না রাজ্য সরকার।