পঞ্চায়েত মামলার রায় নিয়ে সরকারের সমলোচনায় বিমান

পঞ্চায়েত মামলার রায় নিয়ে সরকারের সমলোচনায় বিমান

পঞ্চায়েত মামলার রায় নিয়ে সরকারের সমলোচনায় বিমান প্রশাসন কীভাবে পরিচালনা করতে হয়, রাজ্য সরকার তা জানেই না। পঞ্চায়েত মামলার রায়ের প্রেক্ষিতে আজ এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার উন্নয়নের স্বার্থে হাইকোর্টের নির্দেশ মেনে সরকারের অবিলম্বে নির্বাচনে যাওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি।

শুক্রবার তিন দফায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দেয় কলকাতা আদালত। তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের হার নিশ্চিত করে কমিশনের পক্ষেই সায় দিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে আদালত। ভোটের দিন ঘোষণা করতে রাজ্য সরকারের এক তরফা এক্তিয়ার নেই বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। এমনই নির্দেশ এসেছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলা রায়ে।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

First Published: Friday, May 10, 2013, 20:37


comments powered by Disqus