Last Updated: Friday, May 10, 2013, 20:37
প্রশাসন কীভাবে পরিচালনা করতে হয়, রাজ্য সরকার তা জানেই না। পঞ্চায়েত মামলার রায়ের প্রেক্ষিতে আজ এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার উন্নয়নের স্বার্থে হাইকোর্টের নির্দেশ মেনে সরকারের অবিলম্বে নির্বাচনে যাওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি।