Last Updated: September 27, 2013 18:51

রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথ থেকে সরল গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএর বৈঠক ও নির্বাচনে অংশ নিল তারা। চিফ এক্সিকিউটিভ নির্বাচিত হলেন বিনয় তামাং। আজ প্যারোলে মুক্তি পেয়ে বিনয় তামাং দার্জিলিংয়ের ভানু ভবনে জিটিএ বৈঠকে যোগ দিতে যান । সেখানেই সর্বসম্মতিক্রমে জিটিএ প্রধান নির্বাচিত হন তিনি।
জিটিএর প্রথম পর্যায়ের বৈঠক ভেস্তে গিয়েছিল মোর্চার অনড় অবস্থানে। ধৃত নেতা-কর্মীদের জেল থেকে মুক্তির দাবিতে পিটিশন জমা দিতে বৈঠকে গিয়েছিলেন দুজন জিটিএ সদস্য। বৈঠক ভেস্তে যাওয়ায় গুরুংয়ের পরিবর্তে জিটিএ প্রধান কে হবেন, তানিয়ে শুরু হয় জোর জল্পনা। আর তাই শুক্রবারের বৈঠকে মোর্চা অংশ না নিলে একাধিক বিকল্প পথ মাথায় রেখেছিল রাজ্য সরকার। তবে এবার আর সেই চেনা সংঘাতের পথে না হেঁটে বৈঠক ও নির্বাচনে অংশ নিল গোর্খা জনমুক্তি মোর্চা। সর্বসম্মতিক্রমে জিটিএ প্রধান নির্বাচিত হলেন প্যারোলে মুক্তি পাওয়া মদন তামাং।
জিটিএ প্রধান থেকে বিমল গুরুং সরে গেলেও তিনিই যে শেষ কথা, জানাতে ভোলেননি রোশন গিরি।
একইসঙ্গে মোর্চার ধৃত কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতেও সরব হয়েছেন তিনি।
তবে, বিনয় তামাংকে জিটিএ প্রধান নির্বাচিত করে সরকারকে যে পাল্টা চাপে ফেলে দিলেন বিমল গুরুংরা, তা কিন্তু স্পষ্ট। জিটিএ প্রধানকে আর জেলবন্দি করে সরকার রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার।
First Published: Friday, September 27, 2013, 18:51