Last Updated: Friday, September 27, 2013, 18:51
রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথ থেকে সরল গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএর বৈঠক ও নির্বাচনে অংশ নিল তারা। চিফ এক্সিকিউটিভ নির্বাচিত হলেন বিনয় তামাং। আজ প্যারোলে মুক্তি পেয়ে বিনয় তামাং দার্জিলিংয়ের ভানু ভবনে জিটিএ বৈঠকে যোগ দিতে যান । সেখানেই সর্বসম্মতিক্রমে জিটিএ প্রধান নির্বাচিত হন তিনি।