Binni

আপ কা মন্ত্রী তো না হতে পেরে ক্ষোভ, পরে ড্যামেজকন্ট্রোল

আপ কা মন্ত্রী তো না হতে পেরে ক্ষোভ, পরে ড্যামেজকন্ট্রোলদলের সঙ্গে কোনও বিবাদ নেই। দলের সিদ্ধান্তে ক্ষুব্ধও নন। জানালেন বিনোদ কুমার বিন্নি। কেজরিওয়ালের মন্ত্রিসভায় নিজের নাম না দেখে অসন্তুষ্ট হয়েছেন বিন্নি। দলের গুরুত্বপূর্ণ বৈঠকে এমটাই শোনা যায়। বৈঠক চলার মাঝেই বেড়িয়ে আসতে দেখা যায় বিন্নিকে।

বুধবার সংবাদমাধ্যমের সামনে আসেন বিন্নি। বিতর্কে ধামা দেওয়ার চেষ্টার সুর তাঁর গলায়, "আমি দলের ওপর অসন্তুষ্ট নই। দলের মধ্যে কোনও কলহও নেই।" তিনি আরও বলেন, "আমি এখনও সুযোগ না পাওয়ায় কেজরিওয়ালের সঙ্গে কথা বলে উঠতে পারিনি। দরকার পড়লে আমি নিজে গিয়ে তাঁর সঙ্গে কথা বলব।"

দিল্লির বিধানসভায় স্থান না পাওয়ায় অসন্তোষের কথা অস্বীকার করেছেন বিন্নি। তবে সে দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কেন বেড়িয়ে গিয়েছিলেন নব নির্বাচিত বিধায়ক? তাঁর যুক্তি, একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই সে দিন কেজরিওয়ালের বাড়ি থেকে বেড়িয়ে আসেন। যখন ফেরেন তখন মাঝ রাত। বৈঠকও শেষ। ভাবি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ওবি ভ্যানের তার পর্যন্ত গোটানো হয়ে গিয়েছে। ফলে ততক্ষনে শুরু হওয়া `অসন্তোষ বিতর্কের` যবনিকা পতনের জন্য কোনও সংবাদ মাধ্যমের কর্মীকেও পাননি।

তবে বিন্নি সাহেবের আশা মন্ত্রিসভায় স্থান না পেলেও দল অবশ্যই তাঁর জন্য কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছে। তিনি বলেন, "আমরা মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য এখানে নেই। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা।"


First Published: Wednesday, December 25, 2013, 16:56


comments powered by Disqus