Last Updated: Wednesday, December 25, 2013, 16:56
দলের সঙ্গে কোনও বিবাদ নেই। দলের সিদ্ধান্তে ক্ষুব্ধও নন। জানালেন বিনোদ কুমার বিন্নি। কেজরিওয়ালের মন্ত্রিসভায় নিজের নাম না দেখে অসন্তুষ্ট হয়েছেন বিন্নি। দলের গুরুত্বপূর্ণ বৈঠকে এমটাই শোনা যায়। বৈঠক চলার মাঝেই বেড়িয়ে আসতে দেখা যায় বিন্নিকে।