Last Updated: January 6, 2013 20:55

তাঁকে দেখার আগে বাঙালি মেয়ের এমন চাবুকের মতো পেটানো শরীর দুনিয়ে দেখেছিল কিনা সন্দেহ। বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরাও জানতে চেয়েছেন তাঁর গোপন ফিটনেস মন্ত্র। এহেন বিপাশ বসুই এবার প্রকাশ করলেন নিজের ফিটনেস আইকনের নাম। সলমন খান।
নিজের দ্বিতীয় ফিটনেস ডিভিডি ব্রেক ফ্রি-র লঞ্চে বলিউডের প্রিয় ফিটনেস হাঙ্কদের প্রশংসা শোনা গেল বিপাশার গলায়। তবে সেই তালিকায় কোথাও স্থান পাননি জন। বিপাশার চোখে অক্ষয় কুমার, হৃতিক রোশন আর সলমন খানও বলিউডের ফিটেস্ট হিরো।

"হৃতিক খুব হ্যান্ডসাম, দারুণ শরীর ওর। অক্ষয় আমার প্রথম নায়ক। ও শুধু শারীরিক ভাবেই ফিট নয়, মানসিক ভাবেও দারুণ ফিট। আর সলমনই তো প্রথম ফিটনেস ব্যাপারটাকে বলিউডে নিয়ে এল। সলমন সবসময়ের জন্য আমার ফিটনেস আইকন," ডিভিডি লঞ্চের অনুষ্ঠানে বলেন বিপাশা।
নাচের মাধ্যমে ওয়ার্কআউট করে ফিটনেস বজায় রাখা নিয়েই বিপাশার নতুন ডিভিডি ব্রেক ফ্রি।
First Published: Sunday, January 6, 2013, 20:56