Last Updated: June 26, 2013 23:33

বারাসতের ঘটনার পুনরাবৃত্তি হাবরা থানার বিড়া এলাকায়। ফের দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হল ভাই। অভিযোগ উঠল পুলিসি অসহযোগিতার।
অভিযোগ, মঙ্গলবার রাতে হাবরা থানার বিড়া এলাকায় ওই যুবতীর বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী। যুবতীর শ্লীলতাহানি করার চেষ্টা করে তারা। দিদিকে বাঁচাতে এগিয়ে আসে ভাই। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ক্ষুর চালায়। গুরুতর জখম অবস্থায় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালানোর সময় স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে এক দুষ্কৃতীকে। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে পুলিসে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।
First Published: Wednesday, June 26, 2013, 23:33