Last Updated: Wednesday, September 18, 2013, 22:43
জমজমাট হাবরা পুরভোটের লড়াই। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত গতবারের জয়ী তৃণমূল কংগ্রেস। ভোটের লড়াইয়ে বামেদের মূল ইস্যু সন্ত্রাস। আগামী একুশ তারিখ হাবরায় ভোট। মানুষের রায় কোনদিকে তা জানা যাবে ২৪ তারিখ।