Last Updated: June 19, 2014 19:27

উত্তর চব্বিশ পরগনার কামদুনির পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। ফের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। টিউশন থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে তিনজন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
ছাত্রীকে বাগানে ফেলে রেখেই পালিয়ে যায় ওই যুবকরা। যাওয়ার আগে ধর্ষণের কথা জানাজানি হলে ছাত্রীকে খুনের হুমকি দিয়ে যায় তারা। যুবকদের হুমকির ভয়ে ছাত্রী প্রথমেই তাঁর বাড়িতে ঘটনার কথা জানাতে পারেননি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তিনি সব জানান। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী উত্তেজিত হয়ে তিন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করে ছাত্রীর পরিবার।
First Published: Thursday, June 19, 2014, 19:27