Last Updated: Wednesday, April 3, 2013, 21:50
ফের ঋণের দায়ে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল বর্ধমানে। আত্মহত্যা করলেন কাটোয়ার ভালশুনি গ্রামের বাসিন্দা মিলন ঘোষ। চাষের জন্য স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে না পেরে আত্মঘাতী হন তিনি। অনটন ও মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিষ্ণুপুরে সর্বশিক্ষা অভিযানের শিক্ষাবন্ধু সুবোধ কুমার দেও।