Last Updated: May 28, 2013 11:28

বিশরপাড়ায় কলকাতা পুলিসের নিহত কনস্টেবল অসীম দামের বাড়িতে ফের হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগ, গতকাল রাতে অসীম দামের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয়, চলে গুলিও। বাড়ির সদস্যদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিস।
অসীম দহত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন অসীম দামের ভাগ্নী। ২০১ সালে দোলের দিন ভাগ্নীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের মারধরে গুরুতর আহত হন অসীম দাম। পরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এরপর বেশ কয়েকবার অসীম দামের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সোমবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি।
এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন অসীম দামের পরিবার। তদন্ত নেমে ঘটনাস্থল থেকে কার্তুজের খোল ও বোমা উদ্ধার করেছে পুলিস।
First Published: Tuesday, May 28, 2013, 11:28