Last Updated: October 1, 2011 18:56

টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি-সহ একগুচ্ছ আর্থিক দুর্নীতি, শরিক দল এমনকী ক্যাবিনেটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠা, একাধিক মন্ত্রী-আমলার ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, সন্ত্রাসদমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় ব্যর্থতা, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, আর্থিক বৃদ্ধির হার সম্পর্কে প্রথমে এক লক্ষ্যমাত্রা রেখে পরে সেই হার সংশোধন করার মতো একাধিক ঘটনায় জেরবার দ্বিতীয় ইউপিএ সরকার। দেশজুড়ে বাড়ছে মানুষের ক্ষোভ। প্রতিটি ঘটনাতেই প্রধানমন্ত্রীর না জানার অজুহাত খাড়া করা ঘৃতাহুতি দিচ্ছে সেই অসন্তোষে। পরিস্থিতি এখন এমন যে, আগামী কাল আবার নতুন কোন কেলেঙ্কারি-দুর্নীতির খবর প্রকাশ্যে আসে, সেই আশঙ্কায় রয়েছেন মানুষ। রাজনৈতিক মহলে কানাঘুষো, এই ক্ষোভ আর অসন্তোষকেই এবার অস্ত্র করে অন্তর্বর্তী নির্বাচনের রাস্তায় হাঁটতে চাইছে বিজেপি। কোনো কোনো নেতা যে এ নিয়ে দলের ভিতরেই চাপ সৃষ্টি করছেন, তা নিয়েও জল্পনা শোনা যাচ্ছে বিজেপির অন্দর-মহলে। শীতকালীন অধিবেশনে বিজেপি এই সমস্ত ইস্যুতে সংসদে সরব হয়ে উঠবে বলেও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সবকিছুরই লক্ষ্য দু'হাজার বারো। উদ্দেশ্য অন্তর্বর্তী নির্বাচন। শনিবার শেষ হওয়া বিজেপির দু'দিনের কর্মসমিতির বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানান অরুণ জেটলি। অন্তর্বর্তী নির্বাচন হলে দল যেন তৈরি থাকে সে নিয়েও নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
First Published: Saturday, October 1, 2011, 22:05