Last Updated: Saturday, October 1, 2011, 18:56
টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি-সহ একগুচ্ছ আর্থিক দুর্নীতি, শরিক দল এমনকী ক্যাবিনেটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠা, একাধিক মন্ত্রী-আমলার ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, সন্ত্রাসদমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় ব্যর্থতা, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, আর্থিক বৃদ্ধির হার সম্পর্কে প্রথমে এক লক্ষ্যমাত্রা রেখে পরে সেই হার সংশোধন করার মতো একাধিক ঘটনায় জেরবার দ্বিতীয় ইউপিএ সরকার।