বিজেপির প্রথম প্রার্থীতালিকা প্রকাশ, পশ্চিমবঙ্গের ১৭প্রার্থীর নাম ঘোষনা

বিজেপির প্রথম প্রার্থীতালিকা প্রকাশ, পশ্চিমবঙ্গের ১৭প্রার্থীর নাম ঘোষনা

বিজেপির প্রথম প্রার্থীতালিকা প্রকাশ, পশ্চিমবঙ্গের ১৭প্রার্থীর নাম ঘোষনা আগামী লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার প্রকাশিত প্রথম তালিকায় পাঁচটি রাজ্যের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।

মহারাষ্ট্র থেকে ১৬ জন ও পশ্চিমবঙ্গ থেকে ১৭ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ ও ওড়িষা মিলিয়ে মোট ৫৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

হাইপ্রোফাইলদের মধ্যে নাগপুরের প্রার্থী নীতিন গড়করি, বীরের প্রার্থী গোপিনাথ মুন্ডে, আহমেদনগরের প্রার্থী দীলিপ গান্ধী, উত্তর-পূর্ব মুম্বই থেকে প্রার্থী কিরিট সোমাইয়া ও উত্তর মুম্বইয়ের প্রার্থী গোপাল শেঠি।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন এল কে আডবানি, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও মুরলী মনোহর জোশি।

First Published: Thursday, February 27, 2014, 22:40


comments powered by Disqus