Last Updated: June 4, 2013 21:32

বিজেপির অন্দরে বাড়ছে কলহ। তা আরও একবার প্রমাণিত হল মঙ্গলবার। গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে তৈরি হওয়া চাপানউতোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান প্রক্তন সভাপতি নিতিন গড়করি। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারের মুখ্য দায়িত্ব নিতে অস্বীকার করলেন গড়করি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, লালকৃষ্ণ আদবাণী চেয়েছিলেন আসন্ন নির্বাচনগুলিতে দলীয় কমিটির পৌরহিত্য করুন গড়করি। মোদীর বিরোধিতা বা সমর্থনকারী কোনও কমিটির সঙ্গেই জড়িত থাকতে চান না প্রাক্তন সভাপতি। সেজন্যই সয়ং আদবাণীর প্রস্তাব খারিজ করে দিয়েছেন তিনি।
দলের প্রথম সারির নেতাদের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্য যতই সামনে আসতে শুরু করেছে, ততই অস্বস্তিতে বিজেপি। দলের একাংশের এও আশঙ্কা এই বিভেদের সরাসরি প্রভাব পড়তে পারে ভোট ব্যাঙ্কে। প্রভাব পড়বে সমর্থকদের মনোবলেও, এমনটাও মনে করছেন কেউ কেউ।
First Published: Tuesday, June 4, 2013, 21:32