Last Updated: Tuesday, June 4, 2013, 21:32
বিজেপির অন্দরে বাড়ছে কলহ। তা আরও একবার প্রমাণিত হল মঙ্গলবার। গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে তৈরি হওয়া চাপানউতোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান প্রক্তন সভাপতি নিতিন গড়করি। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারের মুখ্য দায়িত্ব নিতে অস্বীকার করলেন গড়করি।