Last Updated: May 31, 2014 11:37
রাজ্য সফরে আসছে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল। বিজেপি কেন্দ্রীয় নেত্রী মিনাক্ষী লেখির নেতৃত্বে শনিবার রাজ্য আসছেন তাঁরা। থাকছেন এস এস আলুওয়ালিয়া, বাবুল সুপ্রিয়, সিদ্ধার্থ নাথ সিং, মুকতার আববাস নাকভি।
তাঁরা ধামাখালি যাবেন। গুলিবিদ্ধ ২১ জন বিজেপি সমর্থকের পরিবারের সঙ্গে কথা বললেন তাঁরা। এস এস কে এম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করার কথা প্রতিনিধিদলটির। ধামাখালির ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।
First Published: Saturday, May 31, 2014, 11:37