Last Updated: Tuesday, July 24, 2012, 11:57
দলীয় পতাকা তোলার বেদি তৈরিকে কেন্দ্র করে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুড়। দুপক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি হয়। পুলিসের সামনেই দুষ্কৃতীরা স্থানীয়দের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় বলে অভিযোগ। অন্যদিকে, হুগলির খানাকুলে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হয়েছেন ঘরছাড়া এক সিপিআইএম নেতা।