বিজেপির পোস্টারে ব্যঙ্গ কেজরিওয়ালকে

বিজেপির পোস্টারে ব্যঙ্গ কেজরিওয়ালকে

বিজেপির পোস্টারে ব্যঙ্গ কেজরিওয়ালকেঅভিনব প্রচারের মাধ্যনমে দেশের জনতার কাছে পৌছতে কোনও কসরতই ছাড়ছে না বিজেপি। একদিন ৪-৫টা প্রচার মিছিলও করছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বিজেপির পোস্টার সারা দেশে উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিজেপি খুবউ আক্রমণাত্মক। প্রচারের পাঞ্চলাইন-অব কি বার মোদি সরকার-এর ব্যঙ্গও শুরু হয়ে গেছে।

বিজেপির বেশির ভাগ পোস্টারেই এতদিন স্থান পেয়েছে কংগ্রেসের ১০ বছর শাসনকালের বিভিন্ন ইস্যু। প্রথমবারের জন্য বিজেপির পোস্টারে উঠে এল আম আদমি পার্টি। দলের নতুন পোস্টারে ব্যঙ্গ করা হয়েছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।

দিল্লি বিধানসভা ভোটে ২৮টি সিটে জিতে সাড়া ফেলে দিয়েছিল আম আদমি পার্টি। বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী কেজরিওয়াল।

First Published: Wednesday, April 9, 2014, 22:58


comments powered by Disqus