Last Updated: May 12, 2013 20:26

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ। ইউপিএ সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির তদন্ত ও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। সকাল থেকেই ৭ নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যুব মোর্চার সভাপতি অনুরাগ ঠাকুরের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাড়ির সামনের ব্যরিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তাদের আটকাতে জল কামান ছোঁড়ে পুলিস। আটক করা হয় অনুরাগ ঠাকুর ও আরেক শীর্ষ বিজেপি নেতা বিজয় গোয়েলকে।
First Published: Sunday, May 12, 2013, 20:26