Last Updated: February 27, 2014 14:11

আসন্ন লোকসভা ভোটের জন্য আজ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। প্রথম দফায় এই প্রার্থী তালিকায় থাকতে চলেছে বেশ কিছু হেভিওয়েট নাম। দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী কোন রাজ্য থেকে কোন কেন্দ্র থেকে ভোটে লড়বেন তা জানা যাবে।
মোদীর পাশাপাশি লালকৃষ্ণ আদবাণী, সুষমা স্বরাজদের নামও প্রথম পর্যায়ের এই প্রার্থী তালিকায় থাকতে চলেছে। সূত্রের খবর মহারাষ্ট্র ,গোয়া সহ পশ্চিমভারতের বেশ কিছু কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষিত হতে চলেছে। উত্তরপ্রদেশ, পঞ্জাবের প্রার্থী তালিকা সবার শেষে ঘোষিত হবে বলে খবর।
প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে বিজেপি-র নির্বাচন কমিটি৷ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে এসেছেনমোদি৷ বৈঠকে থাকবেন লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিংহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজরা৷
First Published: Thursday, February 27, 2014, 14:11