Last Updated: Saturday, April 12, 2014, 20:05
জঙ্গলমহলের দুটি লোকসভা কেন্দ্রের ছটি বিধানসভা এলাকায় এবারও ভোটের সময় কমাল নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম, বিনপুর ও বান্দোয়ান এবং পুরুলিয়ার বিনপুর, বাগমুণ্ডি ও জয়পুর কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে।