Last Updated: February 28, 2014 18:50

রেল পুলিসের হস্তক্ষেপে বিহারের অধিকাংশ জায়গা থেকে উঠে গেল বিজেপির ডাকা রেল অবরোধ। বিশেষ রাজ্যের স্বীকৃতির দাবিতে আজ সকাল থেকে রাজ্যজুড়ে রেল অবরোধের ডাক দিয়েছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন সুশীল মোদী। তার জেরে আটকে পড়ে হাওড়া ও শিয়াদাগামী একাধিক ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়। তবে কয়েকটি জায়গায় দুপুরের পরও অবরোধ চলায় এখনও রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
অন্যদিকে ডাউন শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে উঠল বীরভূমের সাদিনপুর। দুর্ঘটনার পর ট্রেন অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। সাড়ে তিন ঘন্টারও বেশি সময় চলে অবরোধ। আজ সকালে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। এরপরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীরা রেললাইন অবরোধ করে। অবরোধে আটকে পরে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা, ঝাঁঝা ,গুয়াহাটি এক্সপ্রেস সমেত বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। পরে রেল আধিকারিকরা ওই এলাকায় লেভেল ক্রসিং চালু করার আশ্বাস দিলে দুপুর দুটো নাগাদ অবরোধ উঠে যায়।
ছবি: দা হিন্দু
First Published: Friday, February 28, 2014, 18:50