Last Updated: January 21, 2013 14:40

সোদপুর স্টেশন লাগোয়া সাইকেল গ্যারাজে বোমা ফেটে মৃত্যু হল একজনের। মৃতের নাম বিশ্বজিত্ সরকার। তিনি সাইকেল গ্যারাজে কাজ করতেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও একজন।
আজ ভোরবেলায় গ্যারাজে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরাও। কীভাবে বোমাটি গ্যারাজে এলো তার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান ওই গ্যারাজে বোমা বানানো হচ্ছিল। সেই থেকেই বিস্ফোরণটি ঘটে।
First Published: Monday, January 21, 2013, 14:40