Last Updated: Sunday, October 27, 2013, 16:51
বছর ঘুরতে চলল। এতদিন চুপ ছিলেন। অপেক্ষা করছিলেন এই সময়টারই। বিজেপির ঘর ভাঙার জন্য কড়া নীতীশকে শোনানোর দরকার ছিল। আর তাই রবিবার ভিড়ে ঠাসা সমাবেশে পাটনার মাটিতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কড়া শোনাতে কসুর করলেন না মোদী। গান্ধী ময়দান থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর হুঙ্কার, "আমাকে যখন অনেকে প্রশ্ন করে, বিহারের মুখ্যমন্ত্রী কেন আমাদের ছেড়ে চলে গেলেন, আমি বলি, যিনি জয় প্রকাশ নারায়ণকে ছেড়ে যান তিনি বিজেপির সঙ্গে থাকতে পারবেন না।"