Last Updated: April 3, 2012 12:51

ইউরোপের উচ্চতম বহুতল তৈরির কাজ শেষ হওয়ার আগেই লাগল বিধ্বংসী আগুন। সোমবার রাতে মস্কোর নির্মীয়মাণ বহুতল `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`-এর ৬০ তলায় আগুন লাগে। কাছাকাছি মস্কো নদী থেকে বার বার জল তুলে হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহতলটির মালিক সার্জেই পোলনস্কি জানিয়েছেন, কোনও হতাহত হয়নি। তবে প্রচন্ড হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নেভাতে সমস্যা হয়। ৯৩ তলার `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স` বহুতলটির কাজ শেষ হওয়ার কথা ২০১৩-এ। বহুতলটির নির্মাণের কাজ শেষ হলে, ইউরোপের উচ্চতম বহতল হবে `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`।
First Published: Tuesday, April 3, 2012, 12:51