মালদহে উদ্ধার বিরল প্রজাতির নীল ম্যাকাও, Blue Macaw found in Malda

মালদহে উদ্ধার বিরল প্রজাতির নীল ম্যাকাও

মালদহে উদ্ধার বিরল প্রজাতির নীল ম্যাকাওমালদহের কালিয়াচক থেকে উদ্ধার হল চব্বিশটি বিরল প্রজাতির পাখি। গতকাল ভোররাতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর তল্লাসির সময় একটি গাড়ি থেকে পাখিগুলিকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। পরে গ্রেফতার করা হয় দুজনকে। জেরায় ধৃতেরা জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন হিলি সীমান্ত থেকে পাখিগুলি সংগ্রহ করে বিক্রির জন্য বাগুইআটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া পাখিগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি হলুদ ও নীল ম্যাকাও এবং লাল কাকাতুয়া। পাখিগুলির আনুমানিক মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা বলে জানিয়েছে বনদফতর।






First Published: Saturday, December 3, 2011, 19:25


comments powered by Disqus