Last Updated: Saturday, December 3, 2011, 19:14
মালদহের কালিয়াচক থেকে উদ্ধার হল চব্বিশটি বিরল প্রজাতির পাখি। গতকাল ভোররাতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর তল্লাসির সময় একটি গাড়ি থেকে পাখিগুলিকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।