Last Updated: April 25, 2013 20:42

গতকাল, বুধবার গার্ডেনরিচের রাজাবাগান ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় আজ চারজন নিখোঁজের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে তিন বছরের আফরিন এবং তার মায়ের দেহ। উদ্ধার হয়েছে ৬৫ বছরের শঙ্কর মণ্ডলের দেহ। তিনজনই রাজাবাগান এলাকায়। উদ্ধার করা হয় নঈম নামে আরও এক ব্যক্তির দেহ।
তাঁর বাড়ি হাওড়ার পোকরাঘাট এলাকায়। গতকাল সকালে পোকরা ঘাট থেকে রাজাবাগান ঘাটে আসার সময় গঙ্গায় উল্টে যায় যাত্রীবোঝাই নৌকা। উদ্ধার করা হয়েছিল ২৮ জনকে। নিখোঁজ চারজনের দেহ আজ উদ্ধার করেন ডুবুরিরা।
First Published: Thursday, April 25, 2013, 20:42