গার্ডেনরিচে নৌকাডুবি - Latest News on গার্ডেনরিচে নৌকাডুবি| Breaking News in Bengali on 24ghanta.com
গার্ডেনরিচে নৌকাডুবি: উদ্ধার চারটি দেহ

গার্ডেনরিচে নৌকাডুবি: উদ্ধার চারটি দেহ

Last Updated: Thursday, April 25, 2013, 20:42

গতকাল, বুধবার গার্ডেনরিচের রাজাবাগান ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় আজ চারজন নিখোঁজের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে তিন বছরের আফরিন এবং তার মায়ের দেহ। উদ্ধার হয়েছে ৬৫ বছরের শঙ্কর মণ্ডলের দেহ। তিনজনই রাজাবাগান এলাকায়। উদ্ধার করা হয় নঈম নামে আরও এক ব্যক্তির দেহ।