Last Updated: April 24, 2014 14:52

দেশের ষষ্ঠ দফার নির্বাচনে সারা দেশ ভোট দিলেও বুথমুখো হল না বাণিজ্যনগরী। প্রতিবারের মতো এবারও এখনও পর্যন্ত মুম্বইয়ের ভোটদানের হার সবথেকে কম। তবে উল্লেখযোগ্য ভাবে ভোট দিল বলিউড। বর্ষীয়ান নেতা ধর্মেন্দ্র থেকে নতুন প্রজন্মের সোনম কপূর, ভোট দিলেন সকলেই।
২০০৯ সালে মুম্বইতে ভোট পড়েছিল ৪১.৪%। দেশের মধ্যে সবথেকে কমই শুধু নয়, মুম্বইয়ের ইতিহাসেও সবথেকে কম। তবে বৃহস্পতিবার ভোটদানের হার দেখে মনে করা হচ্ছে এবারে ২০০৯ সালের থেকেও কম ভোট পড়তে পারে। ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বরাবরই মুম্বইয়ের ভোটদানের হার থেকেছে ৫০ শতাংশের কম। এই সময়ের আগে কখনই ভোটদানের হার ৫০ শতাংশের কম ছিল না। ১৯৬২ থেকে ১৯৭৭ সালের মধ্যে ভোটদানের হার ৬০ শতাংশে পৌছেছিল। গতবারের নির্বাচনে সবথেকে কম ভোট পড়েছিল মুম্বই দক্ষিণ কেন্দ্রে। ৪০ শতাংশেরও কম ভোট পড়ে এখানে। এখনও পর্যন্ত ১৯৬৭ সালে মুম্বইয়ের ইতিহাসে ভোট পড়েছিল সবথেকে বেশি। এই বছর ভোটের হার ছিল ৬৮ শতাংশ।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম দুই দশকে মুম্বইতে ভোটের হার ভাল থাকলেও শেষ ২০ বছরে এমন কী হল যা মুম্বইবাসীর ভোটদানের অনীহার কারণ? রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, শ্রমজীবী মানুষের মধ্যে ভোটদানের আগ্রহ কমে আসা ও মুম্বই মিল বসে যাওয়ার কারণেই কমেছে ভোটদানের হার। ১৯৬০-১৯৭০ সালে সারা দেশের শ্রমিক আন্দোলন মুম্বইয়ের ভোটব্যাঙ্কেও প্রভাব ফেলেছিল। ১৯৯০ সালে মুম্বই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাত্রের খুন হওয়ায় নিষিদ্ধ হয়ে যায় ছাত্র রাজনীতি। ভোটদানে উত্সাহ হারায় বাণিজ্যনগরী।
First Published: Thursday, April 24, 2014, 14:52