Last Updated: Thursday, June 7, 2012, 17:04
জন্মের পর দিনই টুইটারে তাঁর ছেলের পেট নেম পোস্ট করেছিলেন প্রাউড মাদার শিল্পা শেঠি কুন্দ্রা। সেই মতোই এতদিন তাঁকে বেবি কে বলেই সম্বোধন করছিলেন কুন্দ্রা দম্পতির ভক্তরা। এতদিনে ছেলের ভাল নাম ঠিক করলেন মিস্টার অ্যান্ড মিসেস কুন্দ্রা। জুনিয়র কুন্দ্রার ভাল নাম ভিয়ান রাজ কুন্দ্রা।