উদাসীনতা ঝেড়ে ভোট যজ্ঞে মাতল বলিউড

উদাসীনতা ঝেড়ে ভোট যজ্ঞে মাতল বলিউড

উদাসীনতা ঝেড়ে ভোট যজ্ঞে মাতল বলিউডলোকসভার ষষ্ঠ দফা নির্বাচনে সারা দেশের সঙ্গে ভোট দিচ্ছে বলিউডও। সকাল থেকেই বুথে দেখা গেল বলিউড তারকাদের। চেম্বার বুথে এসে বাবা, মায়ের সঙ্গে ভোট দিলেন বিদ্যা বালন। "মিডিয়ার সামনে আঙুলের কালি দেখিয়ে বললেন, ভোট দেওয়া আমার দায়িত্ব। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের আঙুলে ভোটের কালি দরকার।"

উদাসীনতা ঝেড়ে ভোট যজ্ঞে মাতল বলিউড
ভোট দিলেন রাজ্যসভার সাংসদ রেখা। বাবা অনিল কপূর আইফার উদ্বোধনে ফ্লোরিডা গেলেও মুম্বইতে থেকে ভোট দিলেন সোনম কপূর। ভোট দিলেন সানি দেওল। ইন্টাগ্রামে নিজেদের কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করলেন নেহা ধুপিয়া, রাহুল বোস। ভোট দিলেন আমির খান, অমৃতা অরোরা, ধর্মেন্দ্র, কমল হাসান, ফারহান আখতার।
উদাসীনতা ঝেড়ে ভোট যজ্ঞে মাতল বলিউড
বলিউড তারকারা ভোটে প্রার্থী হতে উত্সাহী হলেও ভোট দেওয়ার উত্সাহ এর আগে এত বেশি মাত্রায় দেখা যায়নি। এই প্রথমবার তারকারা সকাল থেকে সক্রিয় ভাবে ভোট দিচ্ছ।

মুম্বই, থানে, উত্তর মহারাষ্ট্র, মারাঠওয়াড়া ও কোঙ্কনের ১৯টি কেন্দ্রে ভোটে লড়ছে ৩৩৮ প্রার্থী।


First Published: Thursday, April 24, 2014, 11:39


comments powered by Disqus